সোমবার সকালে মারা গেছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা গিরিশ কারনাড। শিল্প মহলে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মমতা বলেছেন, ‘অভিনেতা গিরিশ করনাডের মৃত্যুতে আমি শোকাহত৷ কন্নড় ও হিন্দি নাটকে দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি৷’
জানা গিয়েছে, সোমবার বেঙ্গালুরুর লাভেলি রোডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। তাঁর প্রাথমিক পড়াশোনা কর্নাটকে। অঙ্ক এবং সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর রাজনীতি এবং অর্থনীতি নিয়েও অক্সফোর্ডে পড়াশোনা করেন। একসময় কাজ করতেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে। পরে চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়–লেখালেখিতে যোগ দেন।
মুখ্যমন্ত্রী সোমবার তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা গিরিশ করনাডের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ ৮১ বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কন্নড়, হিন্দি নাটক ও চলচ্চিত্র জগতে তিনি দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জ্ঞানপীঠ, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং অন্যান্য পুরস্কারে সম্মানিত গিরিশ করনাডের মৃত্যু কন্নড় তথা সমগ্র ভারতের চলচ্চিত্র তথা নাট্য জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি গিরিশ করনাডের পরিবার, পরিজন ও অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।