গত ২৩ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে আগ্রাসী গেরুয়া শিবির। এবার যার আঁচ পড়ল সন্দেশখালিতে। সেখানের হাটগাছি গ্রামে তৃণমূলের প্রতিবাদ মিছিলে গুলি চলায় রণক্ষেত্রে পরিণত হল গোটা এলাকা। শুধু তাই নয়। এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের কুপিয়ে খুন করার চেষ্টাও চলল। ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মীর নিহত হওয়ার খবর মিলেছে। জখম বহু।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একজনের নাম কাইয়ুম মোল্লা। বয়স ২৪ বছর। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, শনিবার তৃণমূলের মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল বিজেপি কর্মীরা। সেই সময় কাইয়ুমের মাথায় গুলি লাগে। মৃত্যু নিশ্চিত করতে তাঁকে রাস্তার ধারে টেনে এনে ধারালো অস্ত্রের কোপ বসানো হয়। শাসক দলের দাবি, বিজেপি কর্মীদের হামলায় মৃত্যু হয়েছে কাইয়ুম-সহ আরও কয়েকজন তৃণমূল কর্মীর।
স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই হাটগাছি গ্রামে তাণ্ডব শুরু করেছে বিজেপির কর্মী-সমর্থকরা। তৃণমূলের দলীয় কার্যালয় দখল করে সেখানে বিজেপির পতাকা লাগানোর কাজ চলছিন বেশ কয়েকদিন ধরেই। তারই প্রতিবাদে শনিবার সন্ধে ৬টা নাগাদ প্রতিবাদ মিছিল শুরু করে তৃণমূল কর্মীরা। সেই মিছিলেই হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
সন্দেশখালি ১ নম্বর ব্লক সভাপতি শেখ শাহজাহানের কথায়, ‘বিজেপি হাটগাছি এলাকায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের কর্মীদের খুন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ সেখানে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা বলেও জানিয়েছেন তিনি।