আবার রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছে ভারতীয় বায়ুসেনার একটি বিমান। এক সপ্তাহ হয়ে গেল এখনও খোঁজ মেলেনি এএন-৩২-র। বিমানটির খোঁজে দিনরাত এক করে খাটছেন বায়ুসেনার জওয়ানরা। ব্যবহার করা হচ্ছে সমস্তরকম অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু তাতেও সুরাহা হয়নি সমস্যার। মেলেনি বিমানের ধ্বংসাবশেষেরও হদিশ।
এইরকম রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া বিমানের সন্ধানের জন্য সাধারণ মানুষের সাহায্য চাইল বায়ুসেনা। এএন-৩২-র খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এওসি-ইন-কম্যান্ড, ইস্টার্ন এয়ার কমান্ড এয়ার মার্শাল আর ডি মাথুর জানিয়ে দিয়েছেন, যে কোনও ব্যক্তি বা কোনও সংস্থা যদি উপযুক্ত তথ্য দিতে পারে যার ভিত্তিতে বিমানটিকে খুঁজে পাওয়া সম্ভব হয়, তাহলে সেই ব্যক্তি বা সংস্থাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে ভারতীয় বায়ুসেনা।
বায়ুসেরনার তরফে সমস্তরকম প্রচেষ্টা চালানো হচ্ছে আন্তনাভ বিমানটিকে খুঁজে পাওয়ার। সেনা সমস্তরকম প্রযুক্তি ব্যবহার করে এএন-৩২-র খোঁজ চালাচ্ছে বলেও জানিয়েছেন এয়ার মার্শাল আর ডি মাথুর। উদ্ধারকাজে ভারতীয় সেনা এবং অরুণাচল পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ পণ্যবাহী বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনাভ বিমানটির এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি৷ তাই বিমানটির সন্ধানে উঠে পড়ে লেগেছে ভারতীয় বায়ুসেনা। সমস্ত রকম সম্ভবনাই খতিয়ে দেখছেন তাঁরা।