বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন শিখর ধাওয়ান। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর ইনিংস এর মাঝের ওভারগুলোয় হার্দিক-ধোনির ঝোড়ো ব্যাটিং যেন কফিনের শেষ পেরেক। সবমিলিয়ে ৫ উইকেটে ৩৫২ তুলে অজিদের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া।
রবিবার ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেই অজিদের বিরুদ্ধে মাঠে নামে টিম ইন্ডিয়া। দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ধীরে ধীরে জেগে ওঠেন। ১২৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন দুজনে। ৭০ বলে ৫৭ রান করে আউট হলেন আগের ম্যাচে অপরাজিত শতরান করা রোহিত শর্মা। কিন্তু এদিন দুরন্ত শতরান করলেন শিখর ধাওয়ান। একদিনের ক্রিকেটে ১৭ তম সেঞ্চুরি করার পাশাপাশি বিশ্বকাপের তৃতীয় শতরান করে ফেললেন গব্বর। ১০৯ বলে ১১৭ রান করলেন শিখর।
বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের পার্টনারশিপ গড়েন ধাওয়ান। শিখর ধাওয়ান আউট হতেই অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পাণ্ডিয়া। ঝোড়ো ব্যাটিং করতে থাকেন হার্দিক। ২৭ বলে ৪৮ রান করে আউট হলেন তিনি। হার্দিক আউট হতেই ওভালে ধোনি ধামাকা। ১৪ বলে ২৭ রান করে আউট হলেন ধোনিও। ৭৭ বলে ৮২ রান করে আউট হলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত। অজিদের সামনে টার্গেট ৩৫৩ রানের। শেষপর্যন্ত ভারতের তৈরি রানের পাহাড় অজি ব্যাটসম্যানরা টপকাতে পারে কিনা সেটাই দেখার।