
আজ শিশু সুরক্ষা দিবস। এদিন সকালেই এ নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি বলেন, ‘আজ বাংলায় আমরা শিশু সুরক্ষা দিবস পালন করছি। ২০১৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সরকার স্টেট অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেন ২০১৪-১৮ চালু করে, যা দেশের মধ্যে প্রথম। নারী ও শিশু পাচার রুখতে আমাদের সরকার ইতিমধ্যেই নানারকম পদক্ষেপ নিয়েছে।’

প্রসঙ্গত, রাজ্যের শিশুদের সুরক্ষার কাজে বরাবরই সচেষ্ট মুখ্যমন্ত্রী। শিশু সুরক্ষার স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছেন তিনি। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য চালু করা হয়েছিল শিশু সাথী প্রকল্প। যার আওতায় আসে রাজ্যের সমস্ত শিশুই। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে পরিবারের রোজগার কোনও মাপকাঠি নয়। এছাড়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সবুজ সাথী প্রকল্পের সুফলও পাচ্ছে রাজ্যের শিশুরা।