সম্ভাবনা ছিল, সেই আশঙ্কাই সত্যি হল। বৃষ্টিতে এক বলও হল না পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের। এমনকি, টসও করা যায়নি। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে দু’দলের মধ্যে। এতে কিছুটা ক্ষতি হল পাকিস্তানেরই। শ্রীলঙ্কা এই বিশ্বকাপে সে ভাবে খেলতে পারছে না। সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া সরফরাজ আহমেদের টিম এই ম্যাচটা জিতে প্রবল ভাবে বিশ্বকাপে ফিরে আসবে।
ব্রিস্টলে এ দিন সকাল থেকেই কখনও ভারী বৃষ্টি পড়েছে। দুই আম্পায়ার বেশ কয়েক বার মাঠ ও পিচ পরিদর্শনের পর ম্যাচ বাতিল ঘোষণা করেন। প্রথম ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে দারুণভাবে কামব্যাক করা দুই এশীয় শক্তিই এদিন ছিল টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নেওয়ার লক্ষ্যে। গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়ে যাওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট সংগ্রহ করে নিল। অর্থাৎ তিন ম্যাচ পর পাকিস্তান-শ্রীলঙ্কা দু’দলেরই ঝুলিতে ৩ পয়েন্ট। চতুর্থ ম্যাচে আগামী ১১জুন শ্রীলঙ্কা মুখোমুখি হবে বাংলাদেশের। ১২ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে কাটে কি টক্কর পাকিস্তানের।
উল্লেখ্য, দ্বাদশ বিশ্বকাপের অভিযানটা সুখের হয়নি এই দুই এশীয় শক্তির কারোরই। প্রথম ম্যাচে ক্যারিবিয়ান পেস অ্যাটাকের সামনে অসহায় পাকিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে যায় মাত্র ১০৫ রানে। ৭ উইকেটে সেই ম্যাচে পাক দলকে দুরমুশ করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ম্যাচে ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বাউন্স-ব্যাক করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৪৮ রান তোলার পর বোলারদের বদান্যতায় উত্তেজক ম্যাচ ১৪ রানে জিতে নেয় ‘৯২-র চ্যাম্পিয়নরা।