চলতি মরশুমের বিশ্বকাপে গ্লাভসে সেনার বলিদান ব্যাজ লাগিয়ে বিতর্কে জড়িয়েছেন মাহি। এবার আরো একবার স্ত্রী সাক্ষীর জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনির। কিছুদিন একটি ব্রিজের থামে আইএসের প্রশংসাসূচক বার্তায় দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ধোনির নাম পাওয়া গিয়েছিল। সেই ঘটনা নিয়েও জলঘোলা হয় প্রচুর।
গত ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জিভা। ইনস্টাগ্রামে মাঠের ছবিও ফলাও করে আপলোড করেছিলেন সাক্ষী। এরপর থেকেই নিয়ম ভাঙার অভিযোগ ওঠে সাক্ষীর বিরুদ্ধে। বিসিসিআইয়ের নির্দেশ ছিল, বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের পর থেকে ২০ দিন পর্যন্ত অর্থাৎ আগামী ২৬ জুনের আগে কোনও ক্রিকেটার নিজেদের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবে না। কিন্তু সাক্ষী-ধোনি সেই নিষেধাজ্ঞা পালন করলেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মেয়ে জিভাকে সঙ্গে নিয়ে মাঠে হাজির হয়েছেন ধোনি-পত্নী সাক্ষী।