বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিল ইংল্যান্ড। টানা সাত ম্যাচে তিনশোর বেশি স্কোর করল ইংল্যান্ড৷ এর মধ্যে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে তিনশোর গণ্ডি টপকে গেল ‘থ্রি-লায়ন্স’৷ শনিবার সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ৩৮৬ রান তোলে ইংল্যান্ড৷ বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ স্কোর ইংল্যান্ডের৷ ২০১৯ বিশ্বকাপ এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ স্কোর৷
ওপেনিং জুটিতে ১২৮ রান যোগ করে ইংল্যান্ড ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন জেসন রয় ও জনি বেয়ারস্টো৷ ১৫ ওভারেই একশো রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ইংল্যান্ড৷ বাংলাদেশি বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে একাই দেড়শোর গণ্টি টপকে যান ডানহাতি ইংরেজ ওপেনার৷
বিশ্বকাপে প্রথম শতরানের পথে একটি ছক্কা ও এক ডজন বাউন্ডারি মারেন রয়। শেষ পর্যন্ত ১৫৩ রানে মেহেদি হাসান মির্জার বলে ড্রেসিংরুমে ফেরেন জেসন রয়৷ ১২১ বলে ৫টি ওভার বাউন্ডারি ও ১৪টি বাউন্ডারি মারেন তিনি৷ চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন ইংরেজ ওপেনাররা৷ তবে রয় সেঞ্চুরি হাঁকালেও হাফ-সেঞ্চুরির পরই বাংলাদেশি ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজার বলে ড্রেসিংরুমের পথে হাঁটা লাগান বেয়ারস্টো৷ ৫০ বলের ইনিংসে হাফ-ডজন বাউন্ডারি হাঁকান তিনি৷
মর্গ্যানের হাত ধরে সাদা বলে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইংল্যান্ড৷ ঘরের মাঠে বিশ্বকাপে মর্গ্যানদের পিছনে ‘ফেভারিট’ তকমা সেঁটে দিয়েছেন বিশেজ্ঞরা৷ কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের দ্বাদশ সংস্করণে অভিযান শুরু করে মর্গ্যান অ্যান্ড কোং৷ এদিন সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ফের রান তুলল ইংরেজ ব্যাটসম্যানরা।