বাইশ গজে শুরু হয়ে গিয়েছে বিশ্বযুদ্ধ। বিশ্বে দশ তাবড় দল নেমে পড়েছে সেরার সেরা হওয়ার লড়াইয়ে। সেই লড়াইয়ে বৃহস্পতিবার টেন্টিব্রিজে ক্যারিবিয়ানদের মুখে পড়েছিলেন গতবারের বিশ্বজয়ীরা। বিশ্বকাপে পাঁচ বার বিশ্বজয়ী অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়েছে। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কটরেলের নেওয়া বাউন্ডারি লাইনের একটি ক্যাচ। যে অসাধারণ ক্যাচের সুবাদে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্টিভ স্মিথকে।
তখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া। ক্রিজে তখন স্টিভ স্মিথ। বল করছেন ওশেন থমাস। সেই ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে তুলে মারলেন স্মিথ। স্মিথের সেই ফ্লিক শট যখন বাউন্ডারি পেরোবে, ঠিক সেই সময় ছুটে এলেন শেলডন। বা বলা ভাল উড়ে এলেন তিনি। বাজপাখির মতো ছোঁ মেরে বলকে আটকালেন বাউন্ডারির বাইরে যাওয়া থেকে। তারপর দৌঁড়ে গিয়ে হাওয়ায় ভেসে থাকা সেই বল লুফে নিলেন। শেলডনের এই ফিল্ডিংয়ে চমকে গেলেন স্মিথকে। আর ক্যারিবিয়ান শিবিরে তখন আনন্দের উল্লাস।