রাজ্যে আর কোনও বিজয় মিছিলের অনুমতি দেওয়া হবে না। নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজ্যে তাণ্ডবের অভিযোগ করে মমতা বলেন, ‘বিজয় মিছিলের নামে জেলায় জেলায় তাণ্ডব করছে বিজেপি। কোনও বিজয় মিছিল হবে না। ২৩ তারিখের রেজাল্ট বেরিয়েছে। তার আগেই তো সমীক্ষা জিতিয়ে দিয়েছিল। আজ ৬ তারিখ। এখনও বিজয় মিছিল শেষ হবে না! আমরা তো অনেক বেশি আসন পেয়েছি, ফার্স্ট হয়েছি। আমাদের মিছিল করা উচিত’। মমতার আরও অভিযোগ, হুগলি, কেশপুরে সন্ত্রাস ছড়ানো হয়েছে। আর বিজয় মিছিলের অনুমতি দেবে না প্রশাসন। তাঁর নির্দেশ, নিষেধাজ্ঞা অমান্য করেও বিজয় মিছিলের নামে দাঙ্গা লাগাবার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
নির্মল কুণ্ডু খুনের তদন্ত সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান মমতা। তাঁর অভিযোগ, ভোটের মেটার পরও বাংলাজুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘কোচবিহার, হাবড়ায় খুন করা হয়েছে। কোলের বাচ্চাকে মেরে ফেলেছে। সিপিএমের হার্মাদদের নিয়ে কাজ করছে বিজেপি। সিপিএম নেতাদের বলব, তবে হার্মাদরা তো এখন নেতাদের হাতে নেই। মুণ্ডু কেটে ফুটবল খেলব বলছে। নিজেদের মুণ্ডু ঠিক রাখতে পারব তো! ভাড়াটিয়া গুন্ডা দিয়ে খুন করাচ্ছে। সুস্থ থাকো, ওজন বাড়ুক। বাড়ি ভাঙা, সন্ত্রাস- এসব করো না। ছোট্ট শিশুটি মায়ের কোলে মেরে দেওয়া হল’। তৃণমূল নেত্রীর আবেদন, ওরা যাতে কোনওদিন বাংলার ফিরতে না পারে মানুষকে বলব সেই ব্যবস্থা নিতে।