বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই মাঠে আগুন ঝরিয়েছে ভারত। খুব সহজেই বধ হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে মাঠে অপ্রতিরোধ্য ছিলেন যশপ্রীত বুমরা। আর তার সঙ্গে ছিল রোহিত শর্মার নায়কোচিত ইনিংস। এবার ভারতের পরের লক্ষ্য অস্ট্রেলিয়া বধ। শুরুর ম্যাচেই যেভাবে দাপট দেখিয়েছে ভারত তাতে করে আগামী ম্যাচগুলিতে যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ভারত এমনটাই আশা করা যায়। তাই ভারত ছাড়া বাকি নয় দেশের কাছে এখন প্রধান প্রশ্ন কিভাবে আটকানো যায় ভারতকে? সেই টোটকাই দিলেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন।
এই প্রসঙ্গে পিটারসেনের টুইট, “ডান-হাতি ব্যাটসম্যানদের জন্য একটি ছোট উপদেশ। বুমরার বিরুদ্ধে অফস্টাম্প গার্ড নিয়ে খেলো। চেষ্টা করো সোজা অথবা স্কোয়ার লেগ ফিল্ডারের (লেগস্টাম্পের) মধ্যে রান বার করার। অফস্টাম্পে একটি বলও খেলো না।’’
দক্ষিণ আফ্রিকার এই অবস্থা দেখে বাকি দলগুলোকে আগেই সতর্ক করে দিলেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও ইংল্যান্ডের হয়েই খেলেছেন পিটারসেন। তাই নিজের অভিজ্ঞতা থেকেই বুমরাকে সামলানোর উপায় বার করেছেন প্রাক্তন ক্রিকেটার। তবে সেটা শুধুমাত্র ডান-হাতি ব্যাটসম্যানদের জন্য।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে দুই উইকেট নেন বুমরা। এখনও পর্যন্ত ৫০টি ওয়ান ডে খেলে তাঁর উইকেটসংখ্যা ৮৭। বোলিং গড় ২২.০০। তাঁর অভিষেক হওয়ার পরের থেকে ডেথ ওভারে তাঁর চেয়ে বেশি উইকেট কেউ নিতে পারেননি (৪৪)। এ বার নতুন বলেও ভয়ঙ্কর দেখাচ্ছে তাঁকে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং ওপেন করতে এসে যে স্পেল বুমরা করে গেলেন, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে দেখা যায়নি ফ্যাফ ডুপ্লেসির দলকে। কুইন্টন ডি’কক ও হাসিম আমলাকে ক্রিজে থিতু হওয়ার সময় দেননি ভারতীয় পেসার। গতি, সুইংয়ের সঙ্গে বাউন্সের মিশেল সামলানোর কোনও উপায় পাননি দুই ওপেনার। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভারতের। সেখানে পিটারসেনের উপদেশ মেনে অ্যারন ফিঞ্চরা ব্যাট করেন কি না সেটাই দেখার।