বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের রাস্তায় খুন হলেন এক উদীয়মান তরুণ ক্রিকেটার৷ মৃত ক্রিকেটারের নাম রাকেশ পানওয়ার। বয়স ৩০ বছর।
সূত্রের খবর কুপিয়ে খুন করা হয়েছে ওই তরুণ ক্রিকেটারকে৷ রাকেশের বন্ধু গোবিন্দ রাঠোর জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বান্ধবীর সঙ্গে খেতে গিয়েছিলেন ক্রিকেটারটি। ফেরার সময় আচমকাই তিনজন দুষ্কৃতী এসে ছুরি দিয়ে কোপাতে থাকে রাকেশকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালায়।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ৷ সন্দেহ করা হচ্ছে পারিবারিক শত্রুতার জেরেই এই খুন৷ এইভাবে ঘরের ছেলেকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ তাঁর বাবা-মা৷