রাজস্থান সরকার শান্তি ও অহিংসা বজায় রাখতে এবার একটা আলাদা দফতর খুলে ফেলল। মহাত্মা গান্ধীর ১৫০ বছরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দফতর চালু করা হবে বলে রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে। এই প্রথম দেশে কোনও রাজ্যের মন্ত্রীসভায় শান্তি ও অহিংসা দফতর চালু হতে চলেছে। শান্তি ও অহিংসা দফতর রাজস্থানের শিল্প ও সংস্কৃতি দফতরের অধীনে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এই দফতরের কাজ শুরু হলে জেলার শান্তি কমিটিগুলির সঙ্গে যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই দফতর চালু করা যতটা প্রশাসনিক, তার চেয়ে বেশি রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ১০ জুন বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবেন রাজস্থানের মুখ্যসচিব ডিবি গুপ্তা। গো-হত্যা গুজবে হিংসাত্মক ঘটনা ও ধর্ষণ যখন রাজস্থানে ক্রমশ বাড়ছে, সেই সময় শান্তি ও অহিংসা দফতর খোলা বিশেষ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।