কৃষকরা অনিচ্ছুক থাকলে তাঁদের জমি নিয়ে রাজ্য সরকারের ‘ভোরের আলো’ প্রকল্প করা হবে না৷ উত্তরবঙ্গের কৃষকদের কাছে গিয়ে আজ এমনটাই বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁদের সঙ্গে কথা বলার পর এই আশ্বাসই তিনি দিয়েছেন৷
এদিন সংবাদমাধ্যমের সামনে গৌতম দেব জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী বরাবরই কৃষকদের স্বার্থরক্ষার কথা বলেন৷ তাই এখানেও কৃষকদের অসুবিধা হয়, এমন কোনও কাজ করা হবে না৷ তবে কার কি সমস্যা, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।”
বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল গজলপুরের এই এলাকা। অবশেষে মন্ত্রী গৌতম দেব ঘটনাস্থলে এসে কৃষকদের আশ্বাস দেন। তিনি জানান, কোনও সমস্যা থাকলে তার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব৷ সেইসঙ্গে এও মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী কৃষক স্বার্থ রক্ষার পক্ষে৷ তাই কৃষক স্বার্থ বিঘ্নিত করে কোনও প্রকল্প হবে না বলেও মৌখিক আশ্বাস দেন৷