দেশে এখনো অবধি এমন অনেক অঞ্চল রয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনধারণের জন্য এখন সরকার প্রদত্ত রেশনের ওপর নির্ভর করে বসে থাকতে হয়। কিন্তু সেখানে যদি মাসের পর মাস রেশন না পৌঁছায়, তাহলে সেখানকার মানুষের অবস্থা কি হতে পারে?
এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত ঝাড়খন্ড রাজ্যে। তিন মাস ধরে সরকারি রেশন পরিষেবা না পাওয়ায় অনাহারে মারা গেলেন ঝাড়খণ্ডের লাতেহার জেলার ৬৫ বছরের এক বৃদ্ধ। মৃতের নাম রামচরণ মুন্ডা। ঘটনাটি ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে শোরগোল পড়ে যায়। স্থানীয়দের বক্তব্য, “শুধু রামচরণ নয়, গোটা গ্রামের কোনও পরিবারই গত তিনমাস ধরে রেশন পরিষেবা পায়নি। আমরা বহুবার জেলাপ্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
ওঁর ছেলের বক্তব্য, “আমাদের বাড়িতে গত তিনদিন ধরে রান্না হয়নি। তিনদিন ধরে কিছু না খেয়ে আমার বাবা মারা গেল।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই অঞ্চলের রেশন পরিষেবা বায়োমেট্রিক ভিত্তিক। সময় মতো সবার বাড়িতে রেশন পৌঁছে যায়। কিন্তু বেশকিছু দিন ধরেই ইন্টারনেট পরিষেবা খারাপ থাকায় অনেকের বাড়িতে সময় মতো রেশন পৌঁছয়নি।”
এই বিষয়ে লাতেহার জেলার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুধীর কুমার জানিয়েছেন, “রামচরণের মৃত্যু যে অনাহারের কারণেই হয়েছে, তা এখনও প্রমাণিত হয়নি। আমরা তদন্ত করে দেখছি।”