আজ থেকে শুরু হল মহিলাদের বিশ্বকাপ ফুটবল৷ আর যেহেতু মহিলাদের বিশ্বকাপ তাই আকর্ষণ আরও বেশি৷ এই অনন্যতাকে সম্নান জানাতে অভিনব ডুডল আনল গুগল৷
আজ শুরু হওয়া একমাস ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই৷ ৬টি গ্রুপে মোট ২৪টি দল এবার অংশগ্রহণ করছে মহিলা বিশ্বকাপে৷ যাদের মধ্যে ৭টি দল টানা আটবার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে৷ চিলি, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জামাইকা এই প্রথমবার মহিলা বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে৷ সেই অর্থে এটা তাদের অভিষেক বিশ্বকাপ৷ জামাইকা প্রথম ক্যারিবিয়ান দল হিসাবে মহিলা বিশ্বকাপের টিকিট অর্জন করেছে এবার৷
দুই আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে কানাডা, জামাইকা, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্তিনা, ব্রাজিল ও চিলি৷ আফ্রিকা থেকে ক্যামেরুন, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া এবং ওসিয়েনিয়ার একমাত্র দল হিসাবে নিউজিল্যান্ড এবার মহিলা বিশ্বকাপ খেলবে৷
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক ফ্রান্স খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমেরিকা তাদের অভিযান শুরু করবে থাইল্যান্ডের বিরুদ্ধে৷ অন্যান্য ফেভারিটদের মধ্যে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে পুরনো শত্রু স্কটল্যান্ডের বিরুদ্ধে৷ জার্মানি তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে চিনের প্রতিপক্ষ হিসাবে৷ স্পেন ও দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে৷ নরওয়ে অভিযান শুরু করবে নাইজেরিয়ার বিরুদ্ধে৷ ইতিমধ্যেই বিক্রি হয়েছে ১০ লাখ টিকিট৷