দ্বিতীয় বারের জন্য মোদী সরকার ক্ষমতায় ফিরতেই বেসরকারিকরণের পথে রেল! হ্যাঁ, আচ্ছে দিনে এবার রাজধানী ও শতাব্দীর মতো ট্রেন চালাতে দেখা যেতে পারে বেসরকারি অপারেটররাও৷ কারণ, রেলমন্ত্রক যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে, তাতে এই পরিকল্পনার কথা পরিষ্কার ভাবে বলা হয়েছে৷
রেলের ভাষায় এই ট্রেনগুলি হল প্রিমিয়াম যাত্রিবাহী ট্রেন৷ বলা হয়েছে, ভবিষ্যতে বেসরকারি অপারেটরদেরও রাজধানী, শতাব্দীর মতো প্রিমিয়াম যাত্রিবাহী ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে৷ বিদেশে এই ধরনের ব্যবস্থা আছে৷ বিমান চলাচলের ক্ষেত্রে যেমন আগে কেবল ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া ছিল, পরে বেসরকারি সংস্থাগুলি ঢুকে পড়ে, রেলের ক্ষেত্রেও সে-রকম ব্যবস্থা নিতে চায় রেল মন্ত্রক৷
প্রসঙ্গত, বকলমে রেলের অনেক কিছুরই ঘুরপথে বেসরকারিকরণ হয়েছে৷ স্টেশন ও ট্রেন পরিষ্কার রাখার কাজ, খাবার পরিবেশন করার কাজ, লন্ড্রির যাবতীয় কাজই এখন বেসরকারি সংস্থাকে দিয়ে করানো হয়৷ টিকিট বুকিংয়ের কাজেও বেসরকারি সংস্থা ঢুকে পড়েছে৷ এই অবস্থায় রেল চালানোর ক্ষেত্রেও বেসরকারি অপারেটরদের প্রবেশ শুধু সময়ের অপেক্ষা৷
রেলের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে বেসরকারি সংস্থার সরাসরি প্রবেশ তিন ভাবে হবে বলে পরিকল্পনা করা হয়েছে৷ প্রথমত, ভারতীয় রেলের পাশাপাশি তারাও প্রিমিয়াম ট্রেন চালাবে৷ দ্বিতীয়ত, বেসরকারি অপারেটরদের সঙ্গে যৌথ ভাবে নতুন ট্রেন চালাবে রেল৷ তৃতীয়ত, বেসরকারি সংস্থা মালগাড়িও চালাবে৷ তাদের জন্য ওয়াগন নীতি আরও উদার করা হবে৷
এতদিন রেল বেসরকারিকরণের দিকে এগোলেই বিরোধীরা গেল গেল রব তুলেছেন৷ কিন্তু রেল ব্যবস্থায় বেসরকারি সংস্থার প্রবেশ তাঁরাও আটকাতে পারেননি৷ আউটসোর্স করে বেসরকারি সংস্থার প্রবেশ বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে৷ কিন্তু তারা ট্রেন চালায় না৷ তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লীর মসনদে ফিরে এবার সেই কাজটাও করে ফেলতে চাইছে মোদী সরকারের রেলমন্ত্রক৷