অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ টস জিতে প্রথমে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে খেলা ৩০ ওভার গড়িয়ে গেছে, রান ছাড়িয়েছে ১২৩-এর বেশি। এরই মধ্যে উঠে এল নতুন বিতর্ক। জিওটিভিতে ভারতীয় পতাকার তলায় দেখা গেল ইংল্যান্ডের নাম!
হটস্টার অ্যাপের মাধ্যমে জিও টিভিতেও এই খেলা দেখা যাবে বলে বলা হয়েছিল। অনেক অ্যাপের মতোই, এখানে বড় প্রিভিউ উইন্ডোতে দেখা যাচ্ছিল আজ খেলা হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের। সেখানে দুই দেশের পতাকা দিয়ে খেলা শুরু সময় লেখা ছিল। আর সেখানেই বিপত্তি। দক্ষিণ আফ্রিকার পতাকার তলায় সে দেশের নাম লেখা থাকলেও ভারতের পতাকার তলায় দীর্ঘক্ষণ লেখা রইল ইংল্যান্ডের নাম।
এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। সাধারণ মানু্ষের কাছে এই মারাত্মক ভুলের ছবি পৌঁছে গিয়েছে ভীষণ ভাবে। নেটিজেনরা বলতে শুরু করেন, ভারতকে অপমান করা হয়েছে এভাবে। ভারতীয় পতাকার এভাবে অপমান দেখেও নির্বিকার ছিল জিওটিভি কর্তৃপক্ষ। তাঁরা এতবড় ভুলটা খেয়ালই করেনি। তারপর ভুল শুধরে নেওয়া হয় জিওর তরফে। ভারতের পতাকার তলায় ফিরে আসে ভারতেরই নাম।