বিজেপির দেওয়া একটি পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল উত্তর দমদম পুরসভার অন্তর্গত নিমতায়। উত্তর দমদমের তৃণমূল যুব কংগ্রেস সভাপতির বাড়িতে পড়ল হুমকি পোস্টার। ঘটনাস্থলে গেছেন নিমতা থানার পুলিশ।
বুধবার সকালে নিমতার দক্ষিণ প্রতাপগড় এলাকার যুব তৃণমূল সভাপতি নির্মল বালার বাড়িতে হুমকির ওই পোস্টার দেখা যায়। সকালে বাইরে বেরিয়ে পোস্টারটি দেখতে পান বাসিন্দারা। পোস্টারে লেখা, ‘তৃণমূল করছিস নির্মল বালা। তোর মুন্ডু কেটে ফুটবল খেলব। আরো অনেকে আছে। জয় শ্রী রাম। বিজেপি জিন্দাবাদ।’
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে উত্তর দমদমের বিস্তীর্ণ এলাকায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জয়ের আনন্দে মত্ত হয়ে অশান্তি ছড়াচ্ছে বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডে খুন হন তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল কুন্ডু। খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করে বিজেপির দুষ্কৃতীরা। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।
বিজেপির তরফে হুমকি পোস্টার দেখতেই খবর যায় নিমতা থানায়। নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কে বা কারা পোস্টার সাঁটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।