আজ খুশির ঈদ, ঝলমলে সন্ধের ঈদের প্রস্তুতিতে রীতিমতো সাজো সাজো রব তিলোত্তমায়। ঈদ বললেই কলকাতার নিউ মার্কেট, পার্ক সার্কাস, জাকারিয়া স্ট্রিট, মল্লিকবাজার, খিদিরপুর, রাজাবাজার বা মেটিয়াবুরুজ—কোনটা ছেড়ে কোনটা রাখবো লিস্টে সেই ভাবনা! কিন্তু ভিড়ের ছবি সর্বত্র একই। নতুন কেনা সালোয়ার কামিজের সঙ্গে চুড়ি ‘ম্যাচ’ করল কি না, আবার কোন দোপাট্টায় জড়ি বসানো সব একে একে যাচাই করে নিচ্ছে সদ্য কলেজে ওঠা তরুণীরা। ছেলেদের ‘ম্যাচিং’ টুপি এবং বাহারি খুশবু আতরের দোকানেও ভিড় প্রচুর। মোটমাট, সৌদি আরবে চাঁদের দেখা পাওয়া গেছে। ঈদের শুভ সূচনাও হয়েছে। আর তাই খুশির ঈদের মেজাজে কলকাতাবাসীরাও।
তবে সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজ বুধবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস রোজার পর ঈদের জামাতে শরিক হয়ে আনন্দ উৎসবে মেতেছেন দেশের মুসলমান সম্প্রদায়। আজ বাংলার মুখ্যমন্ত্রীও ঈদের উৎসবে মেতেছেন। আজ সকালে রেড রোডে অনুষ্ঠিত পবিত্র ঈদের নামাজ পাঠে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঈদ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছাবার্তাও জানান। তিনি বলেন, “সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। জয় হোক মানবতার। জয় হিন্দ। জয় বাংলা। জয় ভারত”। এদিকে ঈদ উপলক্ষ্যে কলকাতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রমজান মাসে কলকাতার জাকারিয়া স্ট্রিট একটা আবেগ। কলকাতার নানা প্রান্ত থেকে ঈদ উৎসবে সামিল হতে মানুষের আনাগোনা হয় এখানে। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সান্ধ্য ইফতারের আসরে যেন আদর মাখানো মেজাজ। সিমুয়ের বাজারে ভরপুর ভীড় থেকে মসজিদ পাড়ার গলিতে একরাশ চিনি ঢেলে লাল-নীল-সবুজ সরবত। সব মিলিয়ে খুশির ঈদের আবহে মাতছে আপামর কলকাতাবাসী।