হিন্দু ছাড়া কোনও ধর্মের মানুষকেই তেমন গুরুত্ব দেয় না বিজেপি। সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিত সম্প্রদায়ের ওপর চিরবিদ্বেষ পোষণ করে গেরুয়া শিবির। আবারও মিলল সেই প্রমাণ। মন্দিরে পা রাখার ‘অপরাধে’ এক দলিত কিশোরকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করল গেরুয়া বসনধারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই অত্যাচারের ভিডিও।
গত ১জুন নির্মম এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলার ধানেরিয়া গ্রামে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল গেরুয়া বস্ত্র পরিধানকারী লোকজন ওই যুবকের হাত-পা বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর করছে। যুবকটি ক্ষমা চাইলেও রেয়াত করা হয়নি। মন্দিরে আর ঢুকবে না বললেও ক্ষান্ত করা যায়নি উন্মত্ত লোকগুলিকে। লাঠি দিয়ে মারা হয়েছে। যন্ত্রণায় ছটফট করছিল যুবকটি।
আক্রান্তের অভিযোগ, সে নিম্নবর্ণের হয়েও কেন মন্দিরে পা রেখেছে এটাই তার অপরাধ। তাই তাকে বেঁধে মারধর করা হয়েছে। দলিত যুবকটির কাকা পুলিশে অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ, পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়ইনি উল্টে আহত ছেলেটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশের বক্তব্য, নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে ওই কিশোরের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা সামনে আসতেই উঠেছে নিন্দার ঝড়। ফের একবার দলিত আক্রান্তের ঘটনায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল। এই ঘটনাটি যখন ঘটে তখন সেখানে অনেকে উপস্থিত থাকলেও কেউ বাঁচাতে আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় তো আর নীরব থাকা যায় না৷ সেখানে ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন নেটিজেনরা৷ এই ঘটনা ফের একবার দেশে দলিতদের উপর হিংসার বাড়বাড়ন্ত চিন্তার উদ্রেক করবে, এমনটাই মত সুশীল সমাজের।