কুরুক্ষেত্রের যুদ্ধে সত্যের পথে থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়তে দেখা গিয়েছিল এক অর্জুনকে। কিন্তু সম্প্রতি আরেক অর্জুন বেছে নিয়েছেন মার-দাঙ্গা-গুণ্ডাগিরির পথই। তবে দল বদল করে সাম্প্রদায়িক গেরুয়া শিবিরে গেলেও মন বদল করতে পারেননি ব্যারাকপুরের সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ অর্জুন সিং। কারণ, তাঁর এখনও তৃণমূলে মন পড়ে আছে বলে খবর। আর এই বিষয়টি জানা গেছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হওয়ার পরে।
সেই হোয়াটসঅ্যাপ মেসেজটি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের মোবাইল থেকে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে। তারপর থেকেই রাজ্য-রাজনীতিতে জলঘোলা হতে শুরু করেছে। যে হোয়াটসঅ্যাপ মেসেজটি অর্জুন সিংয়ের ফোন থেকে গিয়েছে সেখানে লেখা আছে, ‘জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ’। এই বার্তা ভাইরাল হয়ে পড়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি পোস্টাল ওয়ার শুরু হয়েছে বাংলায়। বিজেপি নেতা-কর্মীরা যেমন মুখ্যমন্ত্রীর বাড়িতে ১০ লক্ষ জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠাবেন বলে জানিয়েছে, তেমনি তৃণমূল কর্মীরাও বিজেপির নেতা-মন্ত্রীদের ফোনে ‘জয় হিন্দ, জয় বাংলা’ মেসেজ পাঠাতে শুরু করেছেন। সর্বত্রই ছড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, অর্জুন সিংদের ফোন নম্বর। এর মধ্যেই দলনেত্রীর কাছে খোদ অর্জুনের এ হেন হোয়াটসঅ্যাপ মেসেজ আসায় নৈতিক জয় হয়েছে তৃণমূলেরই। আর তাই তৃণমূল নেতৃত্বই দায়িত্ব নিয়ে তা ভাইরাল করছে। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্জুনের তরফে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।