একমাস রোজা কাটানোর পর আজ বুধবার ঈদ। ইতিমধ্যেই সারা বিশ্বে শুরু হয়ে গিয়েছে ঈদের উৎসব। উৎসব শুরু হয়েছে ভারত-পাকিস্তানেও। আর ঈদ উপলক্ষে মিষ্টি বিতরণ করলেন ভারত-পাকিস্তান সেনাবাহিনীর জওয়ানেরা। আটারি-ওয়াঘা সীমান্তে এদিন সকালে মিষ্টি বিতরণ হয় ২ দেশের মধ্যে।
২ দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করার লক্ষ্য নিয়ে বহু বছর ধরে এই মিষ্টি বিনিময় প্রথা চলে আসছে সেনাবাহিনীর মধ্যে৷ ঈদ, দীপাবলি ও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের পর ২ দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয়৷ ঈদের দিন সেনাবাহিনীর শীর্ষ কর্তারা তাঁদের সরকারি পোশাকে ওয়াঘার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে মিষ্টি বিতরণ করতেন৷ আবার পাক সেনারাও দীপাবলির সময় ভারতে এসে সেনাবাহিনীকে মিষ্টি খাওয়ান। ২ দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলেও সেনাদের চালু করা সেই রীতি আজও চলছে।