বুধবার ইদের দিন রেড রোডে নামাজ পাঠের আনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে নাম না করে বিজেপিকেও কড়া ভাষায় বেঁধেন তিনি। কটাক্ষের সুরে বলেন, ‘যত তাড়াতাড়ি ইভিএম লুঠ করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে’৷
অন্যান্য বছরের মতো এবারও ইদ উপলক্ষ্যে রেড রোডে নমাজ পাঠের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার৷ ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ নমাজ পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘যে যা বলছে, যা করছে করতে দিন৷ কিছু বলার দরকার নেই৷ আমরা করে দেখাব৷ কাউকে ভয় না পেয়ে, আপনারা এগিয়ে চলুন৷ আমরা সফল হবই৷ রাজ্যকে রক্ষা করবই৷ ধ্বংস করতে দেব না৷ যে ধ্বংস করতে চাইবে, তাকে চুরমার করে দেব৷ ভয় পাবেন না৷ যত তাড়াতাড়ি ইভিএম লুট করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে’৷
এদিন সকাল সকাল টুইটে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর নামাজ শেষে কলকাতার রেড রোডে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য, দেশ ও বিশ্বশান্তির পক্ষে সওয়াল করেন মমতা। সর্বধর্ম সমন্বয়ের কথাও ফের একবার মনে করান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘সব ধর্মমত মিলেই এগিয়ে নিয়ে যাবে দেশকে’। ভাষণের একেবারে শেষলগ্নে নাম না করে বিজেপির জয়কে কটাক্ষ করে মমতা বলেন, ‘যার যত তাড়াতাড়ি উত্থান হয়েছে তার পতনও তত তাড়াতাড়ি হবে। এরা ইভিএম ক্যাপচার করে যত তাড়াতাড়ি সাফল্য পেয়েছে। তত তাড়াতাড়ি বিদায়ও নেবে’।