বুধবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে টুইট করে রাজ্যবাসীকে সবুজ বাঁচানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালের ওই টুইটে পরিবেশ রক্ষা করারও আহ্বান জানিয়েছেন তিনি।
ওই টুইটে মমতা লেখেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে সকলকে শুভেচ্ছা। সবুজ বাঁচান, পরিবেশ রক্ষা করুন’।
ইতিমধ্যেই পরিবেশ রক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দূষণ প্রতিরোধে শুরু হয়েছে ‘সেভ গ্রিন স্টে ক্লিন’ কর্মসূচী। বাংলার পরিবেশ রক্ষায় ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করে দিয়েছেন মমতা। যারা পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি দেখাশোনা করবেন। এই কমিটির মাথায় রয়েছেন মুখ্যসচিব।
একইসঙ্গে উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পঞ্চায়েত আধিকারিকদের পাশাপাশি ঠিকাদারদেরও পরিবেশ রক্ষার তালিম দেওয়া শুরু করেছে নবান্ন। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে এক জন করে ঠিকাদারকে বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলায় জেলায় ঠিকাদারদের পরিবেশ-বান্ধব উন্নয়নের তালিম দেওয়া হচ্ছে। সেইসব নিয়েই বিশ্ব পরিবেশ দিবসের টুইট করেছেন মমতা।