লোকসভা ভোট মিটে গেলেও মেটেনি গেরুয়া সন্ত্রাস। বিভিন্ন জায়গাতে এখনও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে তৃণমূল। এবার মাথাভাঙায় বিজেপির কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি।
সূত্রের খবর আজ সকালে মঙ্গলবার সকালে কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের প্রেমেরডাঙা এলাকায় ছিলেন অঞ্চল সভাপতি নির্মল দত্ত ও উপপ্রধান মিজারুদ্দিন মিঞা। অভিযোগ, সেই সময় হঠাৎই তাঁদের উপর চড়াও হয় বিজেপির বাইক বাহিনী। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
কোথাও তৃণমূলের কার্যালয় দখল, কোথাও তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের গায়ে হাত তোলা, রামনাম করে ঝামেলা পাকানো ইত্যাদি কাজকর্ম করেই চলেছে গেরুয়া শিবির। তবে বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে মাথা নত করছে না তৃণমূল। তাই দখল হয়ে যাওয়া কার্যালয় পুনরুদ্ধারের মত বিভিন্ন পাল্টা জবাব দিচ্ছে বাংলার শাসক দল। তবে শান্তির পথেই।