বিরাটের প্রশংসায় পঞ্চমুখ ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। সব ধরণের ক্রিকেটে অবিশ্বাস্য সফল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি যে ভাবে এগোচ্ছেন, তাতে ক্রিকেটের সব রেকর্ডই হয়তো এক দিন ভেঙে দেবেন। ভারতীয় টিমের সুপার ক্যাপ্টেন যখন বিশ্বকাপে মজে ঠিক তখনই ঠিক তখনই বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভিভ। তিনি বলেছেন, “বিরাটকে আমি পছন্দ করি। লোকে ওর আগ্রাসন নিয়ে কথা বলে। কিন্তু সেটা ওর আত্মবিশ্বাস। এটা অনেকটা বাড়ির চাবি নিজের কাছে রাখার মতো ব্যাপার। একটা সময় আমিও এই রকম ছিলাম। এখন বিরাটের মধ্যে সেই ব্যাপারটাই দেখতে পাই”।
বুধবার বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ভারত। আর সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে শুরু করতে পারলে ভারতের আত্মবিশ্বাস বেড়ে যাবে। বিশ্বকাপে বিরাট যে নিজেকে মেলে ধরবেন, তা নিয়ে নিঃসন্দেহ ভিভ। ওয়েস্ট ইন্ডিজের দু’বার বিশ্বকাপজয়ী টিমের অন্যতম সফল সদস্য বলেছেন, “বিশ্বকাপের মঞ্চে বিরাটের মতো প্লেয়াররা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকে। কাপটা জেতার জন্য মরিয়া হয়। বিরাট সেটাই করতে চাইবে”।
কিংবদন্তি ভিভ বরাবরই ভারতীয় ব্যাটসম্যানদের বরাবরই পছন্দ করেন। ক্রিকেট জীবনে অনেকেই বন্ধু ছিলেন তাঁর। বিরাটের ক্লাস আর রানের পাহাড় বানানো ছুঁয়ে যাচ্ছে তাঁকে। আরো ছুঁয়ে যাচ্ছে বিরাটের ব্যক্তিত্ব। তিনি বলেছেন, “বিরাট যে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করে, সেটা কিন্তু রাতারাতি অর্জন করা যায় না। হয় এটা অর্জন করতে হয়, নয়তো ওই আত্মবিশ্বাস নিয়ে জন্মাতে হয়। বিরাট লড়াকু ক্রিকেটার। ও টিমমেটদের পাশে সব সময় থাকে”।