শেষ সপ্তদশ লোকসভা নির্বাচনের আসর। সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য দিল্লীর মসনদে মোদী সরকার। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে মোদী সহ বিজেপি যে আবহাওয়া তৈরি করেছিল তাতেই এইবারের মত বৈতরণী পার হয়েছে গেরুয়া শিবির। আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে দেশের আবহাওয়া। তার মধ্যেই সেন্টার ফর মিডিয়া স্টাডিসের (সিএমএস) একটি রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে দেশজুড়ে। রিপোর্ট অনুযায়ী, এই লোকসভা নির্বাচন ছিল সবথেকে বেশি খরচাবহুল নির্বাচন। এই নির্বাচনে বিজেপির খরচের পরিমাণ ২৭ হাজার কোটি টাকা। পুরো নির্বাচনে খরচ হয়েছে ৬০ হাজার কোটি টাকা। সুতরাং, মোট খরচের প্রায় ৪৫ শতাংশ খরচ হয়েছে বিজেপির খাতে।
রিপোর্ট অনুযায়ী, যেখানে ১৯৯৮ সালে বিজেপির খরচের পরিমাণ ছিল মাত্র ২০ শতাংশ, সেখানে ২০১৯ সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ। অন্যদিকে, ২০০৯ এ কংগ্রেসের খরচ ছিল ৪০ শতাংশ যেটা ২০১৯ এ কমে দাঁড়িয়েছে ১৫-২০ শতাংশ।’ অর্থাৎ এই নির্বাচন-ই ছিল সবচেয়ে বেশি ব্যয়বহুল নির্বাচন। রিপোর্টের তথ্য অনুযায়ী, প্রতি লোকসভা কেন্দ্রের ভিত্তিতে প্রায় ১০০ কোটি টাকা করে খরচ হয়েছে এই নির্বাচনে।
রিপোর্ট অনুযায়ী, প্রায় ১২ হাজার কোটি টাকা সরাসরি ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়েছে। সবথেকে বেশি খরচ হয়েছে প্রচারে। যার পরিমাণ ২০-২৫ হাজার কোটি টাকা। অন্যান্য সরবরাহের খাতে ব্যবহৃত অর্থের পরিমাণ ৫-৬ হাজার কোটি টাকা। সাধারণ খরচ ও অন্যান্য খরচের খাতে ব্যয় হয়েছে বাকি টাকা।
একটি নির্বাচনের জন্য রিপোর্টে প্রকাশিত খরচের পরিমাণ সত্যিই আমাদেরকে ভয় পাইয়ে দেওয়ার মত তথ্য। সেন্টার ফর মিডিয়া স্টাডিসের প্রধান এন ভাস্কর রাও-এর মতে, এই খরচের পরিমাণ আমাদের মনে ভীতির সৃষ্টি করে এবং আমাদের চিন্তা করতে বাধ্য করেছে শক্তিশালী গণতন্ত্র তৈরি করতে সঠিক পদক্ষেপ সম্পর্কে।
রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটাই সঠিক সময় যেখানে প্রচারাভিযানের জন্য সংসদ নির্বাচনের ব্যয় সম্পর্কে এবং সংসদ নির্বাচনের তহবিল সম্পর্কে গুরুতর জাতীয় আলোচনা করার। আমাদের দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির ভিত্তিতে যা খুবই মারাত্মক।