‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে বিজেপি ধর্মের রাজনীতি করছে, এমন অভিযোগ প্রথমেই এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলেই সরকারি কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগ উঠলো উত্তরবঙ্গে।
স্থানীয় সূত্রে খবর, সরকারি প্রকল্পের জমিতে একদল কৃষকের জোর করে ঢুকে পড়ে। তারপর ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে সাইনবোর্ড ভাঙার চেষ্টা করে। বিক্ষোভকারীরা প্রকল্প এলাকায় ঢুকে পড়ে ওই জমি কোদাল গিয়ে কোপাতে শুরু করলে পুলিশ এসে বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির রাজগঞ্জে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘ভোরের আলো’ প্রকল্পের ওই জমিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জলপাইগুড়ির রাজগঞ্জে ‘ভোরের আলো’ প্রকল্পের হেলিপ্যাড তৈরির জন্য জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার। জমিতে লাগানো হয়েছে সরকারি সাইন বোর্ডও। মঙ্গলবার সকালে সেই সাইন বোর্ডে খোলা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, বিক্ষোভকারীরা এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। দলের ক্ষেতমজুর ইউনিয়ন ভারতীয় কিষান মোর্চা ইউনিয়নের রাজ্য সম্পাদক অরুণ মণ্ডল বলেন, “হেলিপ্যাড বানাতে রাজগঞ্জে ৬০০ একর জমি নিতে চেয়েছে রাজ্য সরকার। কিন্তু তার থেকে এক ইঞ্চি জমি আমরা নিতে দেব না।”
মঙ্গলবার সকালে ধস্তাধস্তির পর অবশ্য সরকারি জমি থেকে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জলপাইগুড়ির রাজগঞ্জে হেলিপ্যাডের জন্য অধিগ্রহণ করা জমিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (জোন ওয়ান) গৌরব লাল বলেন, “এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”