মোদী সরকারের শপথ গ্রহণ হয়েছে মোটে চারদিন। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল। মঙ্গলবার বিকেলে শহরে জোড়া মিছিল করল তৃণমূল। গোলপার্ক থেকে হাজরা এবং মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল তৃণমূল। দক্ষিণ কলকাতার মিছিলের নেতৃত্বে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতার মিছিলটির নেতৃত্ব দেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
মিছিল শুরু আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “দ্বিতীয় মোদী সরকারও শপথ নেওয়ার পর থেকেই জন বিরোধী পদক্ষেপ করতে শুরু করেছেন। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।”
রাজ্যজুড়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস যৌথভাবে প্রতিবাদ মিছিল করল। গত ৩০ মে প্রধানমন্ত্রী মন্ত্রীসভায় শপথ নেওয়ার ৪৮ ঘন্টা পরেই বেড়ে গেল গ্যাসের দাম। সাধারণ মধ্যবিত্ত মানুষের গ্যাসের এই দাম বৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর সেদিকে যদিও নজর নেই। গতকাল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই প্রতিবাদের কথা ঘোষণা করেন।
জানা গেছে যে রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করার জন্য বিলগ্নিকরণ হবে। ছাঁটাই করা হবে কর্মী। যেখানে দেশে গত ৪৫ বছরে সবচেয়ে বেশি বেকারত্বের হার, সেখানে আবার নতুন করে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মোদী সরকার। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এই গ্যাসের দাম বৃদ্ধি কিংবা এই ছাঁটাইয়ের তাই রাজ্যের সমস্ত ব্লকে যৌথভাবে প্রতিবাদ মিছিল করা হবে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। ভর্তুকিযুক্ত সিলিন্ডারের আগে দাম ছিল – ৪৯৯ টাকা ২৯ পয়সা, এখন ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয়েছে- ৫০০ টাকা ৫২ পয়সা।