নির্বাচনের পরে দিনে দিনে রাজ্যের পরিবেশের অবনতি ঘটছে। গেরুয়া শিবিরের তান্ডবে তটস্থ বাংলাবাসী। আবার কোথাও চলছে দুষ্কৃতী হামলা। রাজ্যের শাসকদলের নেতা-কর্মীদের ওপর ক্রমাগত আক্রমণে সন্ত্রাসের আবহাওয়া তৈরি হচ্ছে রাজ্যে। এইবার প্রকাশ্যে গুলি করা হল তৃণমূলের এক নেতাকে। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান এই নেতা।
ঘটনাটি ঘটেছে নিমতায়। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় নির্মল কুন্ডু নামে ওই তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। নিহত নির্মল কুন্ডু উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। শাসকদলের স্থানীয় এই নেতার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। নিমতার পাটনা ঠাকুরতলা এলাকায় তারা ওই তৃণমূল নেতাকে পরপর কয়েকটা গুলি করে, নিমেষে এলাকা ছেড়ে চম্পট দেয়। স্থানীয় লোকজন নির্মল কুন্ডুকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।
কে বা কারা এই কান্ড ঘটিয়েছে তা নিয়ে পুলিশ এখনও মুখ খুলতে চান না। তদন্তের পরই জানাবেন তাঁরা। পুলিশ তা খতিয়ে দেখছে। আততায়ীদের হদিশ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি, এই কাজ গেরুয়া শিবিরের আশ্রিত কিছু দুষ্কৃতীর।