২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন, তারপর মডেলিং থেকে অভিনেত্রী হিসেবে বলি পাড়ায় দাপিয়ে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডেও অভিনেত্রী হিসাবে যথেষ্ঠ পরিচিত তিনি। পাশাপাশি, ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসাবেও কাজকর্ম করছেন বহুদিন হল। কিন্তু এবার দেশি গার্ল রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করলেন। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে চান। এরপর থেকেই চারদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তালে কি প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে পছন্দ করেন না দেশি গার্ল!
প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, ”আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দেখতে চাই”। যদিও রাজনীতির সঙ্গে তেমন ভাবে যুক্ত নন, কিন্তু তাঁর অভিমত তিনি প্রধানমন্ত্রী হলে দেশের আরো পরিবর্তন হবে। এর থেকেই বোঝা যাচ্ছে মোদীর প্রধানমন্ত্রীত্বের উপর তেমন ভরসা করেন না নিক জোনাস ঘরণী।
যদিও এই কথাগুলি নেহাতই প্রিয়াঙ্কা মজা করে বলেছেন, নাকি সত্যিই তাঁর রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা-নিকের দিল্লীর রিসেপশনে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি কয়েকবছর আগে বার্লিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজনীতির বাইরে সম্পর্ক ভালো হলেও মোদীর রাজনৈতিক পন্থা নিয়ে যে প্রিয়াঙ্কা স্বচ্ছন্দ নন তা বোঝা গেল।