আজ বসপা নেত্রী মায়াবতী সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করলেন, উত্তরপ্রদেশে ১১ টি উপনির্বাচনে তিনি একাই লড়বেন। একইসঙ্গে তিনি এও জানাতে ভোলেননি, তাঁদের সঙ্গে সমাজবাদী পার্টির বরাবরের মতো বিচ্ছেদ হচ্ছে না। ভবিষ্যতে তাঁরা আবার একে অপরের হাত ধরতেই পারেন। এদিনের ঘোষণার পর সপা নেতা অখিলেশ সিং যাদবও জানিয়ে দিয়েছেন, তাঁরাও এককভাবেই উপনির্বাচনে লড়বেন।
লোকসভা ভোটের আগে দীর্ঘদিনের শত্রুতা ভুলে ঐক্যবদ্ধ হয়েছিল মায়াবতী ও অখিলেশ যাদবের দল। আশা করা হয়েছিল, এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের জোট ভালো ফল করবে। ভরাডুবি হবে বিজেপির। কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার গঠিত হবে। অখিলেশ প্রধানমন্ত্রী হতে সাহায্য করবেন মায়াবতীকে। তার পরিবর্তে ২০২২ সালে অখিলেশকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে সাহায্য করবেন মায়াবতী।
আদতে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ভোটের ময়দানে ভরাডুবি হয়েছে বুয়া-ভাতিজা জোটের। সোমবার মায়াবতী বলেছিলেন, “অখিলেশ নিজেই যাদব ভোট টানতে ব্যর্থ হয়েছেন। যাদব ভোটে ভাগ বসিয়েছে কংগ্রেস। এই জোট এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই।” মঙ্গলবার ফের তিনি বলেন, “সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর জোটে সাময়িক ছেদ হচ্ছে। তার মানে বরাবরের বিচ্ছেদ নয়।”
এদিন সংবাদমাধ্যমের সামনে অখিলেশ বলেন, “মায়াবতীর কথা শুনেছি। দলীয় বৈঠকে ঠিক করেছি, আগামী উপনির্বাচনে আমরাও এককভাবেই ভোটে লড়ব।”
পরে মায়াবতী অবশ্য বলেন, অখিলেশের সঙ্গে আমার সম্পর্ক শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। কিন্তু বাস্তবকে তো মানতেই হবে। তাঁর কথায়, “অখিলেশ আর ওঁর স্ত্রী ডিম্পল আমাকে সম্মান করে। আমিও অতীতের কথা ভুলে গিয়েছি। তাদেরকে নিজের পরিবারের অংশ বলেই মনে করি।”