গতকাল পাকিস্তানের কাছে ১৪ রানে পরাজিত হয়েছে ইংল্যান্ড। সরফরাজ বাহিনীর সামনে মুখ থুবড়ে পড়েছে ব্রিটিশ আভিজাত্য। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিড়ম্বনা বৃদ্ধি করল দুই খেলোয়াড়ের জরিমানা।
গতকাল ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে আইসিসি’র আচরণবিধি ভাঙার জন্য শাস্তি হল ওপেনার জেসন রয় ও পেসার জোফ্রা আর্চারের৷ জেসন রয় আইসিসি’র কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন৷ মাঠে অভদ্র আচরণ বা অশ্রাব্য শব্দ ব্যবহারের জন্য এই ধারায় অভিযুক্তের শুধু জরিমানাই হয় না, তার ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্টও যোগ হয়৷
জোফ্রা আর্চার দোষী সাব্যস্ত হয়েছেন কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারায়৷ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য তাঁর ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা হয়েছে৷ পাক ইনিংসের ২৭তম ওভারে একটি ওয়াইড বলের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখান আর্চার৷ তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডেও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়৷
শুধু জেসন রয় ও আর্চারেরই নয়, ম্যাচে স্লো ওভাররেটের জন্য শাস্তি হয়েছে গোটা পাকিস্তান দলের৷ নির্ধারিত সময়ে ৫০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি পাকিস্তান৷ সবদিক বিবেচনা করে আইসিসি’র হিসাব অনুযায়ী নির্ধারিত সময়ে এক ওভার কম বল করেছে পাকিস্তান৷