বাংলায় সম্প্রীতি রক্ষার তাগিদে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন পার্ক সার্কাসের সাপুরা মসজিদের ইমাম মৌলানা মাজাহার। গতকাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে পার্ক সার্কাস ময়দানের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের শাসকদলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলার এবং পুলিশ প্রশাসনের কর্তারা।
প্রতিবারই পুরসভার উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার লোকসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলা হয়েছিল। তার জের টেনেই সম্প্রতি মমতা বলেছিলেন, তিনি এই ইফতারে যাবেন। এদিন নির্দিষ্ট সময়ে তিনি এখানে হাজির হন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্থানীয় মসজিদের ইমাম ইসলামি প্রথা মেনে প্রার্থনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যে আদর্শ, তা বাস্তবায়িত হোক। আল্লার কাছে মসজিদের ইমাম আবেদন রাখেন, রাজ্যে কোথাও যেন দাঙ্গা-হাঙ্গামা না হয়। মানুষ যেন মানুষের খারাপ থাকার কারণ না হয়। আর যারা সম্প্রীতির বাতাবরণ ধ্বংস করতে চাইছে, তারা যেন ব্যর্থ হয়। সব ধর্মের মানুষ যাতে মিলেমিশে থাকতে পারে, মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই অবিচল রয়েছেন। তাই মানুষকে রক্ষা করার শক্তি যেন আল্লা মুখ্যমন্ত্রীকে দেন। রীতি অনুসারে এই প্রার্থনার পরেই আজান শুরু হয়। আজান শেষ হতেই ভাঙে এদিনের উপবাস।