চলতি বিশ্বকাপে বেশ দেরিতেই মাঠে নামছে ভারত। একেকটা করে ম্যাচ শেষ হচ্ছে আর পারদ বাড়ছে ভারতীয়দের অপেক্ষার। অবশেষে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। কিন্তু কেন এত দেরি যার জন্যে পরে নামছে ভারত?
ভারতের এই বিলম্বের জন্যে দায়ী কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএল। সূত্রের খবর, লোধা কমিটির অনুরোধেই ভারতের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। লোধা কমিটির সুপারিশে বলা হয়েছে, আইপিএল-এর পরে পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট বা সিরিজের আগে ক্রিকেটারদের অন্তত ১৫ দিন বিশ্রাম দিতে হবে।
আইপিএলের ফাইনাল তো অনুষ্ঠিত হয়েছে ১২ মে। তার পরে আরও ১৫ দিন বিশ্রাম দেওয়া হলে আগেই নামা উচিত ছিল বিরাট কোহালিদের। সেই জায়গায় ভারত মাঠে নামছে আরও দেরি করে। এর নেপথ্যে রয়েছে অন্য কারণ। এই বছর লোকসভা নির্বাচন হয় দেশে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ১৯ মে। নির্বাচনের জন্য আইপিএল ফাইনাল এগিয়ে ১২ মে করা হয়। তত দিনে অবশ্য বিশ্বকাপের সূচি করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
১৯ মে আইপিএল ফাইনালের পরে হিসেব করে অন্তত ১৫ দিনের বিশ্রাম দিয়ে ভারতের সূচি তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই কারণে ৩ জুনের আগে ইচ্ছে করেই ভারতের ম্যাচ ফেলেনি আইসিসি। অবশ্য দেরিতে বিশ্বকাপে নামার সুফলও রয়েছে। ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়ে যাচ্ছেন কোহলিরা।