আটলেটিকো মাদ্রিদের মাঠে শনিবার রাতে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ইউরোপ সেরা মুকুট জয়ের উৎসবে মাতে লিভারপুল। সম্প্রতি লিভারপুলের গোলরক্ষক কোচ জন আখটারবার্গ দাবি করেছেন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ব্রাজিলিয়ান খেলোয়াড় অ্যালিসন বেকার।
লিভারপুলের জয়ে দারুণ ভূমিকা ছিল অ্যালিসনের। ৭৯তম মিনিটে সন হিউং মিনের দূরপাল্লার বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান অ্যালিসন। তিন মিনিট পরে ডি-বক্সের বাঁ দিক থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের শটও আটকে লিভারপুলকে জয়ের পথে রাখেন তিনি। প্রথমার্ধে তেমন কোনও পরীক্ষার মুখোমুখি না হলেও দ্বিতীয়ার্ধে মোটামুটি আক্রমণাত্মক খেলা টটেনহ্যামকে আটকে রাখেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক।