বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও কাটল না শ্রীলঙ্কার খারাপ হাল। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ের রিপোর্টকান্ড অন্তত সেই কথাই বলছে। আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে মঙ্গলবার প্রথমে ব্যাট করে মাত্র ২০১ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। একই ওভারে ৩টি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন অফ-স্পিনার মহম্মদ নবি।
মহম্মদ শেহজাদ, হজরতুল্লাহ জাজাই, মহম্মদ নবি সমৃদ্ধ আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপ নিজেদের নামের প্রতি সুবিচার করলে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের ঐতিহাসিক জয় এখন সময়ের অপেক্ষা। উলটোদিকে এও দেখার মালিঙ্গা নেতৃত্বাধীন দ্বীপ রাষ্ট্রের বোলিং ব্রিগেড স্বল্প রান রান ডিফেন্ড করতে পারে কিনা। বৃষ্টির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আফগানদের লক্ষ্যমাত্রা ৪১ ওভারে ১৮৭।
কুশল পেরেরার মূল্যবান উইকেটটি তুলে নেন রশিদ খান। পেরেরা আউট হওয়ার পরেই বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শ্রীলঙ্কার রান তখন ৩৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮২ রান। বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে ৩.৫ ওভারে ১৯ রান যোগ করে সাজঘরে ফিরে যান বাকি দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। মহম্মদ নবি ৯ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন পেসার দৌলত জাদরান ও রশিদ খান। ১টি উইকেট পান হামিদ হাসান।
তারও আগে ২০১৪ এশিয়া কাপের ম্যাচে দু’দলের প্রথম সাক্ষাতে শ্রীলঙ্কা জয় তুলে নেয় যুদ্ধ বিধ্বস্ত আফগানদের বিরুদ্ধে৷ তবে গত বছর এশিয়া কাপ থেকে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো শুরু করে আফগানিস্তান৷ আফগানিস্তান-শ্রীলঙ্কা এর আগে মুখোমুখি লড়াইয়ে নেমেছে মোট ৩ বার৷ শ্রীলঙ্কা প্রথম ২ বার জিতলেও শেষ সাক্ষাতে আফগানরা বিধ্বস্ত করেছে সিংহলিদের৷ এবার বিশ্বকাপের আসরে শ্রীলঙ্কার বিরুদ্ধে হিসাব মিটিয়ে নিতে মরিয়া দেখাচ্ছে আফগানদের৷