সেনাদের নিয়ে রাজনীতি করতে কোনো কসুর করেননা বিজেপি নেতারা। অথচ শ্রদ্ধাজ্ঞাপনের সময় শুধু দেখা গেল, গেরুয়া শিবিরের প্রবীণ নেতা রাজনাথ সিংহকে। আর বাংলা থেকে দিল্লী উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লীতে শহীদদের জাতীয় যুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। শহীদদের শ্রদ্ধা জনাতে দেখা গেল শুধু রাজনাথ ও অভিষেককেই।
সোশ্যাল মিডিয়ায় শহীদদের শ্রদ্ধাজ্ঞাপনের সেই ছবি শেয়ার করে অভিষেক লেখেন, “শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এখানে আসা। শহীদদের সাহস, তাঁদের জীবনের উৎসর্গ গুলি বারবার আমাদের সুরক্ষিত রাখবার তাগিদেই হয়েছে। আমাদের শান্তি, নিরাপত্তা দিতে সৈন্যেরা তাঁদের জীবন দিতে পিছপা হননি। আমি প্রণাম জানাই সেই সব মহান আত্মাদের। জয় হিন্দ”।
বরাবরই সেনাদের প্রাপ্য সম্মান জানিয়েছেন অভিষেক। এর আগে সাংসদ হিসাবে পাওয়া ৩ মাসের বেতন সেনা তহবিলে দান করেছিলেন অভিষেক। এমনকি পুত্রসন্তান জন্মালে তাঁকে সেনাবাহিনীতে পাঠাবেন বলেও জানিয়েছিলেন। এবার সেই পরম্পরা অনুসরণ করেই শহীদদের শ্রদ্ধা জানাতে দিল্লী উড়ে গেলেন অভিষেক।