লোকসভা ভোটে আবার উঠেছিল গেরুয়া ঝড়। কেন্দ্রের শাসন ক্ষমতায় ফের এসেছেন মোদী। তবে কর্ণাটকে থমকে গেছে বিজেপির রথ। কর্ণাটকে ইভিএমে হেরে গেলেও ব্যালটে জিতল কংগ্রেস। শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় বডির নির্বাচনে দারুণ ফল কংগ্রেসের ৷
৮ টি শহরের কর্পোরেশন ৩৩ টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ২২ টি শহুরে পঞ্চায়েত, ২০২ গ্রাম পঞ্চায়েতে ভোট হয়ে গেছে ৷ বেঙ্গালুরু আর্বান রিজিওনে কংগ্রেসে ১৭ টি সিট জিতেছে যেখানে ১০ টি জিতেছে বিজেপি ৷ নিঃসন্দেহে দুর্দান্ত পারফরম্যান্স করেছে কংগ্রেস।
মান্ডয়্যাতে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছিল ৷ তবে এই ভোটে জনতা দল সেকুলার ৬৯ টি সিটের ৩২ টি জিতেছেন ৷ কংগ্রেস ২৩ টি সিট নিয়ে দ্বিতীয় দল হয়েছে ৷ মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৭৮৩ টি ওয়ার্ডে ভোট হয়েছিল ৷ তারমধ্যে ১০২ টি সিট জিতেছে জেডিএস৷ ইনডিপেনডেন্ট প্রার্থীরাও একই সংখ্যায় সিট পেয়েছেন ৷
এই ফলাফল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের জন্য যা অনেকটাই অক্সিজেন যোগাচ্ছে ৷ এপ্রিলের ২৯ তে নির্বাচন হয়েছিল ১৩৬১ সিটে যার ৫০০-র বেশি সিট নিজেদের ঝোলায় পুড়েছে কংগ্রেস ৷