সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ! যে ব্যক্তি কয়েক বছর আগেই বলেছিলেন, ‘জ্যোতিষচর্চার কাছে বিজ্ঞান কিছুই না, তুচ্ছ ব্যাপার!’ সেই তিনিই নাকি এখন দেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী! হ্যাঁ, জ্যোতিষচর্চার বড়াই করা রমেশ পোখরিয়াল নিশঙ্ককেই গতকাল দেওয়া হয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব। দেশের শিক্ষার ভার এখন তাঁর হাতেই!
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণা গঢ়বাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ওখানেই পিএইচডি করেছিলেন নিশঙ্ক। চাকরি জীবনের শুরুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-পরিচালিত সরস্বতী শিশু মন্দিরের শিক্ষক ছিলেন। ১৯৯০ সালে উত্তরপ্রদেশের ভোটে পাঁচ বারের কংগ্রেস বিধায়ক শিবানন্দ নৌটিয়ালকে হারিয়ে প্রথম নজরে আসেন তিনি। লোকসভা ভোটে হরিদ্বার থেকে সামান্য ব্যবধানেই জিতেছেন সঙ্ঘ-ঘনিষ্ঠ ৬১ বছর বয়সি নিশঙ্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রীসভায় তিনি এখন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। আগে ওই মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রকাশ জাভড়েকর। এ বার যিনি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব।
নিশঙ্কের এক সময়ের মন্তব্য নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। লোকসভায় ‘দ্য স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার’ বিল নিয়ে বিতর্ক চলাকালীন তৎকালীন সাংসদ নিশঙ্ক বলেছিলেন, ‘জ্যোতিষচর্চা সব চেয়ে বড় বিজ্ঞান। বিজ্ঞানের থেকেও এটা বড় বিষয়। আমাদের সত্যিই বিষয়টি নিয়ে প্রচার করা উচিত।’ তিনি এ-ও বলেছিলেন, ‘আমরা আজকাল পরমাণু বিজ্ঞান নিয়ে আলোচনা করি। কিন্তু লক্ষ বছর আগেই কণাদ পরমাণু পরীক্ষা করেছিলেন।’ তবে সেদিন এখানেই থামেননি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘অঙ্গ প্রতিস্থাপনের জ্ঞানও অনেক দিন আগে থেকে রয়েছে আমাদের।’
এ কথা অবশ্য তিনি প্রথম নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছিল। মোদী বলেছিলেন, গণেশের মাথা প্লাস্টিক সার্জারিরই নির্দশন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী এক জায়গায় এ-ও লিখেছিলেন, প্রথম বিমান উড়িয়েছিলেন রাম। এবার তাই তাঁর মতোই এক ‘বিদ্যেবোঝাই বাবুমশাই’-এর হাতেই দেশের শিক্ষার ভার তুলে দিলেন মোদী। গতকাল মন্ত্রকের দায়িত্ব গ্রহণের পরেই নয়া শিক্ষানীতির খসড়া প্রস্তাব তুলে দেওয়া হয় নিশঙ্কের হাতে।