ফরাসি ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেডেরার। শনিবার এই সুইস কিংবদন্তি ৬-৩,৬-১, ৭-৬ (১০-৮) সেটে হারালেন নরওয়ের কাসপার রুডকে। সপ্তম বাছাই জাপানের কেই নিশিকোরি ম্যারাথন লড়াইয়ে হারালেন সার্বিয়ার লাজিও ডেরেকে। খেলার ফল ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৩, ৪-৬, ৮-৬। একই সঙ্গে ৪০০ গ্র্যান্ড স্লাম ম্যাচ জেতার নজির গড়ে ফেললেন রজার ফেডেরার।
ফেডেরারকে দেখে বোঝার উপায় নেই, চার বছর পরে ফরাসি ওপেনে নেমেছেন ৩৭ বছর বয়সি সুইস মহাতারকা। শুক্রবার স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে ওঠার পথে তিনি অবাছাই ক্যাসপার রুডকে যেভাবে । এই নিয়ে তিনটে ম্যাচে একটিও সেট হারাননি ফেডেরার। অবশ্য তৃতীয় বাছাই ফেডেরারকে কিছুটা লড়াই করতে হয়েছে তৃতীয় সেটে। টাইব্রেক পর্যন্তও গড়ায় ম্যাচ। তাতেও প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে নামা ফেডেরারের জয় আটকাতে পারেননি রুড। তাঁর বাবা ক্রিশ্চিয়ান আবার ১৯৯৯ ফরাসি ওপেনেও খেলেছেন। যে বার প্রথম ফরাসি ওপেনে অভিষেক ঘটে ফেডেরারের।
জয় পেয়েছন নাদাল ফেডেরারও। আর দুটি ম্যাচ জিতলেই ফেডেরার-নাদাল মুখোমুখি হবেন। যে রকম ছন্দে দু’জন এগোচ্ছেন রোলঁ গ্যারোজে, তাতে অনেকেই ধরে নিচ্ছেন শেষ চারে দেখা হচ্ছেই দু’জনের। নাদাল অবশ্য ফেডেরারের মতো স্ট্রেট সেটে জয় পাননি শুক্রবার। তৃতীয় রাউন্ডে ২৭ নম্বর বাছাই দাভিদ গফঁকে হারাতে চার সেট লড়াই করতে হল ১১ বারের চ্যাম্পিয়নকে। ফল ৬-১, ৬-৩, ৪-৬, ৬-৩। ফরাসি ওপেনে তিন রাউন্ড যেতে না যেতেই নাদাল ২০১৩-র পরে সেট খোয়াননি। তৃতীয় সেট হারানোর পরে অনেকে ১০ বছর আগের একটি ম্যাচের ছায়া দেখতে পাচ্ছিলেন। যে বার রবিন সোডারলিং ছিটকে দিয়েছিলেন নাদালকে। অবশ্য চতুর্থ সেটে দ্রুত নাদাল সেই সম্ভাবনার পথ বন্ধ করে দেন।