ভোট মিটে গেছে ঠিকই কিন্তু কোনো ভাবেই দাগিদের রেয়াতের কোনো প্রশ্ন নেই। কলকাতার পুলিশ কমিশনার পদে ফিরে বৃহস্পতিবার শহরের সবকটি থানায় ওসি, এসি, বিভাগীয় ডিসি ও অন্য আধিকারিকের সঙ্গে প্রথম ক্রাইম বৈঠকে এমন নির্দেশ দিলেন অনুজ শর্মা। সাধারণভাবে ভোটের আগে যেন হিংসা না ছড়ায়, সে জন্য দাগিদারদের আগেভাগ বন্দী করে রাখতে চাইলেন পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ওসি নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবসময় সজাগ থাকতে বলেন সিপি। সম্প্রতি দক্ষিণ কলকাতায় একটি ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে সিপি জানান, “ওই ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হয়েছে”। কিন্তু তা সত্বেও বাড়তি নজর দেওয়ায় কথা বলেন তিনি। সর্বোপরি, মানুষ যেন শান্তিতে, নির্বিঘ্নে থাকতে পারেন সে কথাও বলেন সিপি। গোয়েন্দা পুলিশের ছিনতাই দমন শাখা সধারণত ছিনতায়ের ঘটনা তদন্ত করে। কিন্তু সিপি গুন্ডাদমন শাখাকেও বাড়তি সতর্ক থাকতে বলেছেন।