সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে। আবার স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য সরকার। রাজ্য পরিচালনাকে সুষ্ঠ করতে এবং গতি বাড়াতে মন্ত্রীসভাতেও রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ফিরিয়ে আনা হয়েছে নির্বাচনের বিধির কারণে বদল হওয়া অফিসারদেরও। আগেই, নবান্নের তরফে সুখবর দেওয়া হয়েছিল সরকারি কর্মীদের। তাঁদের জন্যে উৎসব বোনাস বা অ্যাডহক বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই বার পেনশনভোগীরাও পাবেন এই উৎসব বোনাস।
রাজ্য সরকারের যে সব পেনশনভোগীর পেনশন মাসিক ২৬ হাজার টাকার কম, তাঁরা উৎসব বোনাস হিসেবে পাবেন ২১০০ টাকা। রাজ্য সরকারের তরফে শুক্রবার একটি বিবৃতি দিয়ে এ ঘোষণার কথা বলা হয়েছে। এই বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের যে সব পেনশনভোগীদের পেনশন মাসে ২৬ হাজার টাকার কম, শুধুমাত্র তাঁরাই এই উৎসব বোনাস পাবেন। যদি পেনশনভোগী মারা গিয়ে থাকেন, তাহলে তাঁর স্ত্রীও এই উৎসব বোনাস পাবেন।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উৎসব বোনাস কোনও পেনশনভোগী নিজের ইচ্ছেমতো নিতে পারেন। যেহেতু এই বোনাস উৎসব বোনাস, তাই নিজের ইচ্ছেমতো কোনও উৎসবের আগে এই বোনাস নেওয়া যাবে। একই সময়ে সবাইকে নিতে হবে, এরকম কোনও নিয়ম নেই। পুরো রাজ্য এখন উৎসবের মুডে।