আইসিসি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বুধবার লর্ডসে উন্মোচিত হল বিরাট কোহলির মোমের মূর্তি। ক্রিকেটপ্রেমীদের মধ্যে যা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। আজ থেকে এই মূর্তি দেখতে পাওয়া যাবে মাদাম তুসো মিউজিয়ামে। টিম ইন্ডিয়ার জার্সি পরে ব্যাট হাঁতে দাঁড়িয়ে রয়েছেন ‘ভিকে’। গ্লাভস ও জুতো নিজেই সংশ্লিষ্ট সংস্থাটিকে দিয়েছেন বিরাট নিজেই।
আজ থেকেই মাদাম তুসো মিউজিয়ামে বিরাট কোহলি ঠাঁই করে নেবেন উসেন বোল্ট, মো ফারাহ ও শচীন তেন্ডুলকরের মতো তাবড় তাবড় ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে। এই প্রসঙ্গে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অন্যতম কর্তা টারাহ কানিংহ্যামের মন্তব্য, “বিরাট কোহলির মূর্তির আবরণ উন্মোচনের জন্য লর্ডসের থেকে উপযুক্ত জায়গা নেই”।
সংস্থার জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস বলেছেন, “ক্রিকেট জ্বরে আক্রান্ত হওয়ার প্রাক মুহূর্তে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির মোমের মূর্তি তৈরি করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, আগামী দেড় মাস ক্রিকেটপ্রেমীরা এই মূর্তি দেখতে ভিড় জমাবেন। মাঠের পাশাপাশি বিরাটকে মিউজিয়ামকে দেখতে পাওয়াও দারুণ ব্যাপার”।