পদত্যাগ করবার জন্য নাছোড়বান্দা রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী হাজার চেষ্ঠা করেও তাঁকে বুঝিয়ে পারেননি। কিন্তু এখন প্রশ্ন অন্য। বিকল্প হিসেবে কার নাম উঠবে! তবে আপাতত, কে সি বেণুগোপাল ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ায় নাম উঠে এসেছে। দলের থেকে পদত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। দলের বড় বড় নেতারা রাহুলকে বোঝাতে বিফল হওয়ার পর, বুধবার দিল্লীতে রাহুলের বাড়িতে গিয়ে তাঁকে বোঝানোড় চেষ্ঠা করেছেন শিলা দীক্ষিত। বিকেল ৪ টে দলীয় সমর্থকদের সঙ্গে কার্যত ধর্নায় বসেন শীলা। বিগত কয়েকদিন সংবাদ মাধ্যমের সামনে আসেননি রাহুল গান্ধী।
কংগ্রেসের বহু নেতা ও দলীয় কর্মীরা। এমনকি হেরেছেন দলের ওয়ার্কিং কমিটির ৪ জন সদস্য। তার ফলের দলের কয়েকজন প্রবীণ নেতার উপর বেজায় চটেছেন রাহুল। এদের মধ্যে আছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেইলট, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই তিন কংগ্রেস নেতা নিজেদের ছেলেদের প্রার্থী করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এবার শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। তাই রাহুল এবার পদত্যাগ করতে ইচ্ছুক।