এই লোকসভা ভোটে বিজেপির জয় নতুন করে জাগিয়ে তুলেছে মোদীর জাতীয় নাগরিকপঞ্জী বিতর্ক। আসামে অসমাপ্ত কাজ পূর্ণ করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু শীর্ষ আদালত এই নিয়ে যাতে কোনও অশান্তি তৈরি না হয়, সেজন্য আধিকারিকদের কড়া বার্তা দিয়েছে।
শীর্ষ আদালত জানিয়েছে, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগে আধিকারিকরা যেন সব দিক খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কোথায় যেন কোনও গলদ না বেরোয়। ৩১ জুলাইয়ের মধ্যে আসামে জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা চূড়ান্ত করার কথা।
১৯৫১ সালের পর এই প্রথম জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা প্রকাশ হতে চলেছে। অসমে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই নাগরিক পঞ্জী তৈরি করা শুরু করে এনডিএ সরকার। যেটা করতে গিয়ে প্রায় ২০ লাখ বাসিন্দার নাম বাদ পড়ে তালিকা থেকে। এই নিয়ে বিক্ষোভে উত্তাল হয় গোটা দেশ। তারপরেই শীর্ষ আদালত জানায় তালিকাটি খসড়া।