১৯১৪-র ২৯ মে নেপালের খুম্বুতে জন্ম নিয়েছিলেন নামগিয়াল ওয়াংড়ি৷ তেনজিং নোরগে বলেই সারা পৃথিবী তাঁকে চেনে৷ ১৯৫৩-র এই দিনেই এডমন্ড হিলারির সঙ্গে নিয়ে প্রথমবার মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেন তিনি৷ আজ শেরপা তেনজিংয়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷
এদিন সকালে টুইটারে মমতা লেখেন, ‘জন্মবার্ষিকীকে তেনজিং নোরগেকে শ্রদ্ধা। তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষস্থানে পৌঁছানো প্রথম ব্যক্তি ছিলেন। ২০১৩ সালে বাংলার সরকার তরুণ পর্বতারোহীদের উৎসাহ প্রদানের জন্য রাধনাথ সিকদার-তেনজিং নোরগে পুরস্কার প্রদান করেছিল।’
উল্লেখ্য, ১৯৮৬-র ৯ মে দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন নোরগে৷ ৭১ বছর বয়সে মারা যান তিনি৷ আজও তেনজিংয়ের দেখানো পথেই অনেকেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার স্বপ্ন দেখেন৷ বিশ শতকের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও ঠাঁই পান তেনজিং নোরগে৷ আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতে ভুললেন না মুখ্যমন্ত্রী।