সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে। আবার স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য সরকার। রাজ্য পরিচালনাকে সুষ্ঠ করতে এবং গতি বাড়াতে মন্ত্রীসভাতেও রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ফিরিয়ে আনা হয়েছে নির্বাচনের বিধির কারণে বদল হওয়া অফিসারদেরও। এইবার নবান্নের তরফে সুখবর দেওয়া হল সরকারি কর্মীদের। তাঁদের জন্যে উৎসব বোনাস বা অ্যাডহক বোনাস দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।
কী সুবিধা পাওয়া যাবে এতে? জানা গিয়েছে, ১০ হাজার টাকা পর্যন্ত বেতনভোগীদের উৎসব বোনাস দেবে রাজ্য সরকার। তবে এটাই সব নয়। নিজেদের উৎসব বোনাস অগ্রিম নিতে পারবেন কর্মীরা। বিনা সুদে ৮ হাজার টাকা পর্যন্ত অগ্রিম বোনাস নিতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনভোগীরাও ৪ হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন। আগে এর আগে এই বেতন স্তরে বোনাস ছিল ৩৮০০ টাকা। অগ্রিম বোনাস ৬ হাজার থেকে বেড়ে করা হল ৮ হাজার টাকা। ৩০-৩৬ হাজার টাকা বেতনভোগীরা এই সুবিধা পাবেন।