আজ ২৯ মে, প্রথম এভারেস্টজয়ী শেরপা তেনজিং নোরগের যেমন জন্মদিন, তেমনি এই তারিখেই দেশের একাধিক নক্ষত্র পতন ঘটেছিল। তাঁরা হলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং, বিশিষ্ট ভাষাবিদ ও শিক্ষাবিদ সুনীতি কুমার চ্যাটার্জী এবং প্রখ্যাত চলচ্চিত্র-থিয়েটার অভিনেতা পৃথ্বীরাজ কপূর। তাঁদের স্মৃতিতে আজ শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং, বিশিষ্ট ভাষাবিদ ও শিক্ষাবিদ সুনীতি কুমার চ্যাটার্জী এবং চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা পৃথ্বীরাজ কপূরকে তাঁদের মৃত্যুদিনে আমার শ্রদ্ধা জানাই।’
